|

লক্ষ্মীপুরে সাংবাদিক দম্পতির ওপর হামলা: ৭২ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশিতঃ ৭:৪৬ অপরাহ্ন | জানুয়ারী ১৬, ২০২০

লক্ষ্মীপুরে সাংবাদিক দম্পতির ওপর হামলা: ৭২ ঘন্টা আল্টিমেটাম

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরে সাংবাদিক দম্পতির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

উল্লেখ্য বুধবার সকালে ১০টায় শিশু আপনানকে (১০) শিশু ডাক্তার মোর্শেদ আলম হিরুর কাছে চিকিৎসার জন্য ফেয়ার ডায়গনস্টিক সেন্টারে সিরিয়াল দেয়। কিন্তু বিকাল ৪টা অতিবাহিত হওয়ার পরও এবং সিরিয়াল মোতাবেক রোগী না দেখিয়ে টাকার বিনিময়ে অন্য রোগীকে দেখানোর কারন জানতে চায় অপেক্ষমান রোগীরা।

পরে অপেক্ষমান সাংবাদিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আহম্মদ আলী সাংবাদিক পরিচয় দিলে তাকে তুচ্ছতাছিল্ল করে অশ্লালীন ভাষায় গালমন্দ করতে থাকে ডায়াগনস্টিক সেন্টারের লোকজন। এক পযার্য়ে তর্কবির্তকের মধ্যদিয়ে ঐ প্রতিষ্ঠানের মালিক পক্ষ ফরহাদের নেতৃত্বে তার কর্মচারী দিয়ে সাংবাদিক, তার স্ত্রী ও শিশু সন্তানকে এলোপাতাড়ি মেরে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ফেয়ার ডায়গনস্টিক সেন্টারে দুই কর্মচারীকে আটক করে। এ সময় মালিক ফরহাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফরহাদকে প্রধান আসামী করে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার প্রায় ২০ ঘন্টা অতিবাগিত হওয়ার পরও মামলার প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি।

আগামী ৭২ ঘন্টার মধ্যে বিবাদীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেয় লক্ষ্মীপুর প্রেসক্লাবের নেতারা।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউস নয়ন, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, কার্য নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা সহ ক্লাবের কর্যনির্বাহী পরিষদ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত শিবলু ও বোরহান উদ্দিন সবুজনামে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দেখা হয়েছে: 676
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪