|

আগামীকাল লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

প্রকাশিতঃ ৭:২১ অপরাহ্ন | ডিসেম্বর ২৯, ২০১৯

আগামীকাল লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টারঃ আগামীকাল সোমবার (৩০ডিসেম্বর) সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচন কমিশন ভোটগ্রহণ শুরু করবেন।

বিকালে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা হবেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য। এ কমিটির মেয়াদকাল ২০২০-২০২১ইং।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল বাসার বলেন, ভোটারগণ গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যনির্বাহী কমিটির ১০টি ভোটগ্রহণ হবে। এতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন- সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সভাপতি পদে ২, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২, কোষাধ্যক্ষ পদে ২, প্রচার সম্পাদক পদে ২, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৪, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪ এবং কার্যনির্বাহী সদস্য ২ পদে ৪ জন।

বাকি একটি পদ অর্থাৎ দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন জবু (দৈনিক খবর) বিনাপ্রতিদ্বন্দ্বিতীয় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ৭৭ জন।

এবারের নির্বাচনে প্রার্থীরা সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রার্থীর প্রতিশ্রুতি যাই হোক লক্ষ্মীপুর প্রেসক্লাবে যোগ্য নেতৃত্ব দেখতে চান ভোটার সহ সংশ্লিষ্ট সকলেই।

দেখা হয়েছে: 655
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪