|

শরীয়তপুর পদ্মা নদীর বেড়িবাঁধ ধস, কাজের মান নিয়ে প্রশ্ন?

প্রকাশিতঃ ৬:৫১ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৭, ২০১৯

শরীয়তপুর পদ্মা নদীর বেড়িবাঁধ ধস, কাজের মান নিয়ে প্রশ্ন?

মো. মহসিন রেজাঃ শরীয়তপুরের নড়িয়া পদ্মা নদী রক্ষা বাঁধের ১০০ মিটার ধসে পড়েছে। ভাঙ্গনের ফলে একটি মসজিদ, বেশ কয়েকটি বসত বাড়িসহ গাছপালা নদীতে বিলিন হয়ে গেছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর রাতে নড়িয়া উপজেলার সাধুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে রাতেই অন্তত ৫০টি বসত বাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে ভাঙন কবলিতরা।

সব হারানো পদ্মা পাড়ের মানুষের নেতা শরীয়তপুর-২ আসনের বর্তমান এমপি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীমের প্রচেষ্টায়, পদ্মার ডান তীর রক্ষা বাঁধের জন্য ১ হাজার ৯৭ কোটি টাকার কাজের একনেকে বিল পাশ হয়।
এই বেরীবাঁধের কাজ শুরু হওয়ায় আবার নতুন করে বাঁচার স্বপ্নে বিভোর হয়েছিলেন নড়িয়ার ভাঙ্গন কবলিত মানুষরা তৈরী করেছেন নতুন বাসস্থান। তাদের সেই স্বপ্ন বেশিদূর না এগোতেই এবার শুরু হলো নদী রক্ষার বেরীবাঁধ ভাঙ্গন। পূরণো সেই দুশ্চিন্তা আবারো নতুন করে শুরু হয়েছে।

শরীয়তপুর পদ্মা নদীর বেড়িবাঁধ ধস, কাজের মান নিয়ে প্রশ্ন

এ কাজ চলমান থাকা অবস্থায় এই বাঁধ ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় বেরীবাঁধের কাজের মান নিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও এই বাঁধের কাজের শুরু থেকেই রয়েছে অনিয়মের অভিযোগ।

এই নদী রক্ষা বাঁধের কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বেঙ্গল গ্রুপ ও কাজের দেখভালোর দায়িত্বে আছেন শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড।

কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানাউল্লাহ জানান, সন্ধ্যার পরে হঠাৎ ৩০ মিটার পাশে ১০০ মিটার এলাকা নিচের দিকে দেবে গেছে। এতে একটি মসজিদ, পাকা বাড়িসহ গাছপালা নদীতে বিলিন হয়ে গেছে। এখনো থেমে থেমে ভাঙন অব্যাহত রয়েছে। আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তি রুপা রায় বলেন, এ ঘটনার সাথে সাথে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে নেয়ার কাজ শুরু করেছি। ক্ষয়-ক্ষতি নিরূপনের কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন ডাম্পিংয়ের প্রস্তুতি নিচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃঞ্চ সরকার জানান, আমরা নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করছি, কাজে অনিয়ম দেখছিনা। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এ কারণে নদীতে স্রোত বেড়েছে, স্রোতে নড়িয়া নদী রক্ষা বাধেঁর ১০০ মিটার অংশ ধসে পড়েছে, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছেছি। জরুরিভাবে ডাম্পিং কাজ শুরু করেছি। এখনো থেমে থেমে ভাঙন চলছে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছর নড়িয়ার উপজেলার পদ্মা নদীর ৮ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন ছিলো। ভাঙনে ওই এলাকার সাড়ে ছয় হাজার পরিবার গৃহহীন হয়। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অসংখ্য স্থাপনা বিলিন হয়ে যাওয়ায় এই নদীতে বেরীবাঁধের জন্য ১ হাজার ৯৭ কোটি টাকার বিল একনেকে পাশ হয়।

দেখা হয়েছে: 669
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪