|

শরীয়তপুরের বড়কান্দী ইউনিয়নে রিলিফের চাল উদ্ধার

প্রকাশিতঃ ১২:৩০ পূর্বাহ্ন | এপ্রিল ২১, ২০২১

শরীয়তপুরের বড়কান্দী ইউনিয়নে রিলিফের চাল উদ্ধার

মো. মহসিন রেজা, শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পরিত্যক্ত একটি ঘর থেকে এগারো বস্তা রিলিফের সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

২০ এপ্রিল মঙ্গলবার দুপুরের পর উপজেলার বড়কান্দি ইউনিয়নের মালকান্দি গ্রামের শাহজাহান মৃধার বাড়িতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আভিযানিক টিমের সূত্রে জানাযায়, মাল কান্দী গ্রামের শাহজাহান মৃধার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে এই চাল জব্দ করা হয়, চালগুলো একই গ্রামের পিন্টু মালের স্ত্রী শামীমা পারভীন নামে এক মহিলা রেখেছেন।

উদ্ধারকৃত চালের বস্তার গায়ে লেখা রয়েছে– খাদ্য অধিদফতর, নেট ওজন ৩০ কেজি, জুন ২০২০।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে মামলা হবে। জব্দ করা চালের বস্তাগুলোয় ৩০ কেজি করে চাল রয়েছে। চালগুলো সরকারি বলে জানান জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া।

দেখা হয়েছে: 429
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪