|

শরীয়তপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

প্রকাশিতঃ ৮:১৪ অপরাহ্ন | অগাস্ট ১১, ২০২০

শরীয়তপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

মো. মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে ১০ জুলাই সোমবার চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেন, ও নতুন ২৪ জনসহ জেলা স্বাস্থ্য জেলা স্বাস্থ্য প্রশাসন মোট সুস্থ ঘোষনা করেন ১০১৫ জনকে।

এছাড়া বর্তমান সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছেন মোট ২২৬ জন। ১০ আগষ্ট সোমবার নতুন করে করোনা ভাইরাসের পজেটিভ, নেগেটিভ কোনো রিপোর্ট আসেনি।

করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি শরীয়তপুর সদর উপজেলার নাগরিক। মোট করোনা টেস্টের প্রাপ্তির সংখ্যা ৬ হাজার ৭শ ৯৬ জনের রিপোর্ট হাতে পেয়েছে শরীয়তপুর স্বাস্থ্য প্রশাসন। জেলার ছয় উপজেলা মিলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৫৩ জন।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছেন ১২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত জেলায় মোট কোরোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায় ৬৯২৭ জনের।
এবং রিপোর্ট হাতে পেয়েছেন ৬৭৯৬ জনের। এই পরীক্ষায় রোগী শনাক্তের মধ্যে ১২ জন মৃত্যু বরণ করেন।

শরীয়তপুর জেলায় অন্যেন্য উপজেলার মোট আক্রান্তের সংখ্যা সদর উপজেলায় ৪৮০ জন। জাজিরা উপজেলায় মোট ১৪২ জন। নড়িয়ায় মোট ১৮৫জন। ভেদরগঞ্জ মোট ১৪৯ জন। ডামুড্যা মোট ১৩৬ জন। গোসাইরহাট উপজেলায় মোট ১৬১ জন আক্রান্ত।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন, ডাঃ শাহিনূর নাজিয়া মেডিক্যাল অফিসার, ফোকাল পার্সন, জেলা করোনা কন্ট্রোল রুম সিভিল সার্জন অফিস, শরীয়তপুর।

দেখা হয়েছে: 399
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪