|

শরীয়তপুরে মিনি টর্নেডোতে বাড়ি-ঘর বিধ্বস্ত’ জেলা প্রশাসকের সহায়তা প্রদান

প্রকাশিতঃ ১:৫৪ অপরাহ্ন | মে ২৯, ২০২১

শরীয়তপুরে মিনি টর্নেডোতে বাড়ি-ঘর বিধ্বস্ত' জেলা প্রশাসকের সহায়তা প্রদান

মো. মহসিন রেজা, শরীয়তপুর: শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে মিনি টর্নেডো আঘাত হেনে বেশ কিছু ঘরবাড়ি, গাছ-পালা বিধ্বস্ত করে দেয়।

স্থানীয় সূত্রে জানাযায়, ২৭ মে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে প্রচন্ড গতিতে টর্নেডো নলমুরী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে আঘাত হানে।

সৃষ্ট এই মিনি টর্নেডার আঘাতে দুটি ওয়ার্ডের ২৪/২৫ টি ঘর সম্পূর্ণ এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়। গাছপালাও উপড়ে যায়।

শরীয়তপুরে এধরনের আরো ছোট ছোট কয়েকটি টর্নেডোর খবর পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে, তবে হতা-হতের কোনো খবর পাওয়া যায়নি।

নলমুড়ি ইউনিয়নে টর্নেডোর খবর পেয়ে ঐদিনই শরীয়তপুরের মানবিক জেলা প্রশাসক, মো. পারভেজ হাসান ঘটনাস্থলে হাজির হয়ে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, নলমুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নলমুড়ি ইউনিয়ন পরিষদ সদস্যগন প্রমূখ।

দেখা হয়েছে: 249
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪