|

শরীয়তপুরে সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিতঃ ১১:২৪ অপরাহ্ন | জুলাই ২৭, ২০২১

শরীয়তপুরে সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

মো. মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ সরকার ঘোষিত সারাদেশে ২৩ জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্নক কঠোর লকডাউনের ৫ম দিনে শরীয়তপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম রয়েছে কঠোর অবস্থানে।

এদিকে,জেলায় ব্যাপকহারে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে, বর্তমানে জেলায় হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে, গত ২৪ ঘন্টায় নড়িয়া উপজেলায় ১ জনের মৃত্যুসহ এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭জন মৃত্যু বরন করেছেন।

২৭ জুলাই মঙ্গলবার ভোর থেকেই শরীয়তপুর সদর উপজেলারসহ বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে শরীয়তপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসন।

অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে রাস্তায় থামিয়ে জড়িমানা করাসহ ফিরিয়ে দেওয়া হচ্ছে জনসাধারণকে। এছাড়াও মাস্ক ব্যাবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ফ্রি মাস্ক বিতরন করছে জেলা প্রশাসন।

এদিকে প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রীর দেয়া উপহার চাল, ডাল, তৈল, লবনসহ বিভিন্ন ধরনের খাদ্য পন্য গরীব কর্মহীন অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করে যাচ্ছে জেলা প্রশাসন।

সর্বাত্নক কঠোর লকডাউন বাস্তবায়নে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানভীর হায়দারসহ সকলেই সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে রয়েছেন তৎপর।

এছাড়া ট্রাফিক বিভাগ, জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি), সেনাবাহিনী, ম্যাজিষ্টেটসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় জেলা শহর কোর্ট চত্বর, হাসপাতাল গেট, চৌরঙ্গী, মনোহর বাজার মোড়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায়ও রয়েছে একই চিত্র।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, প্রতিদিন ভৌর থেকে মধ্যেরাত পর্যন্ত আমাদের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ, শরীয়তপুর জেলা পুলিশ, র‍্যাব, বিজিবি,আনসার সবাইকে নিয়ে আমরা একসাথে সর্বাত্নক লকডাউন কার্যকরে কাজ করতে মাঠে আছি। যারা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না। যারা আইন অমান্য করছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। করোনা ভাইরাসে সংক্রমণ নিয়ন্ত্রনে আগামী ৫ ই আগস্ট পর্যন্ত আমরা সবসময় মাঠে থাকবো।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান জানান, শরীয়তপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে, মানুষকে বোঝানোর জন্য এবং জরুরী সেবা বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে চলাফেরা করতে দেয়া হচ্ছে না। জেলা পুলিশে সকল বিভাগ করোনা ভাইরাসের সংক্রমণরোধে কাজ করে যাচ্ছেন বলেও জানান পুলিশ সুপার।

শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে সংক্রমণের বিষয়ে জেলা সিভিল সার্জন এস.এম আবদুল্লা আল মুরাদ জানান, জেলায় বেশ কয়েকদিন যাবৎ করোনা ভাইরাস পজিটিভ রোগী বেড়েছে, গত ২৪ ঘন্টায় ৮৫ আক্রান্ত ১ জনের মৃত্যুসহ বর্তমানে জেলায় ১১৬৩জন করোনা পজিটিভ রোগী রয়েছে ও ৪৭ জন মৃত্যুবরন করেছেন।

দেখা হয়েছে: 247
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪