|

শরীয়তপুরে ১৯টি ইউনিয়নে ভোট গ্রহন সম্পূর্ণ

প্রকাশিতঃ ৪:৩৩ অপরাহ্ন | ডিসেম্বর ২৭, ২০২১

শরীয়তপুর ম্যাপ

মো. মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার ডামুড‍্যা ও ভেদরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষে ডামুড‍্যা উপজেলার ৭টি ও ভেদরগঞ্জ উপজেলার ১২টি মোট ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা ডামুড‍্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোঃ আবুল হোসেন মোল্লা চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, ধানকাটি ইউনিয়নে গোলাম মাওলা রতন ঘোড়া মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, শিধলকুড়া ইউনিয়নে শেখ মো: মাসুদুল ইসলাম বাবুল আনারস মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, সিড‍্যা ইউনিয়নে সৈয়দ আব্দুল হাদী জিল্লু ঘোড়া মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, দারুল আমান ইউনিয়নে মোঃ মমিনুল হক (পিন্টু) সিকদার চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আনিছুর রহমান (বাচ্চু)চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, পূর্ব ডামুড্যা ইউনিয়নে মাসুদ পারভেজ লিটন চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, এবং ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে বিপ্লব সিকদার চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, মহিষার ইউনিয়নে অরুন হাওলাদার মোটরসাইকেল মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,ছয়গাঁও ইউনিয়নে কামরুজ্জামান লিটন মোল্লা চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, নারায়নপুর ইউনিয়নে মোহাম্মদ সালাহউদ্দিন মাতাব্বর অটোরিকশা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, চরভাগা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান সিকদার মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, আরশিনগর ইউনিয়নে আলম সরদার মোটরসাইকেল মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, চরসেনসাস ইউনিয়নে বিএম আনোয়ার হোসেন বালা মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন-মো: জিতু মিয়া বেপারী(আনারস), ডি এম খালী ইউনিয়নে মহসিন হক আবু বেপারী মোটরসাইকেল মার্কা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, সখিপুর ইউনিয়নে কামরুজ্জামান মানিক সরদার আনারস মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, চরকুমারীয়া ইউনিয়নে মোজাম্মেল হক মোল্লা মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, দক্ষিন তারাবুনিয়া ইউনিয়নে শাহাজালাল মাল মোটরসাইকেল মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, উঃ তারাবুনিয়া ইউনিয়নে ইউনুস মোল্লা মোটরসাইকেল মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দুই উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদে ১ লাখ ৯৪ হাজার ৯৩৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ১৪৪ জন। দুই উপজেলার ১৯ ইউনিয়নের ১৭৭টি ভোট কেন্দ্রের ৮১২ কক্ষে ভোটগ্ৰহণ চলছে।

সুষ্ঠভাবে ভোট গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। শরীয়তপুরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে চতুর্থ দফায় ডামুড‍্যা ও ভেদরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে ডামুড‌্যা উপ‌জেলার ইসলামপুর ইউ‌নিয়‌নের ৫নং কে‌ন্দ্রে জাল ভোট দি‌তে গি‌য়ে দুইজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। পরবর্তী‌তে তা‌দের‌কে ৭‌দিন ক‌রে কারাদন্ড দি‌য়ে‌ছেন দা‌য়িত্বপ্রাপ্ত ম‌্যা‌জিষ্ট্রেট।

দেখা হয়েছে: 165
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪