|

শার্শায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরন সভা

প্রকাশিতঃ ৪:২৯ অপরাহ্ন | জুন ২৭, ২০১৯

শার্শায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরন সভা

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ ইউএসএআইডি এর অর্থায়নে ইউনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা আহছানিয়া মিশনের (বিসিটিআইপি) প্রকল্পের আয়োজনে যশোরের শার্শায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার নিজামপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম, লাইভলিহুড ও ইন্টিগ্রেশন অফিসার আব্দুল আলীম, সিটিসি মোভিলাইজার রেশমা খাতুন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম, রাজনৈতিক ব্যক্তি ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বাল্যবিবাহের সুফল-কুফল সম্পর্কে আলোচনা করেন। এবং একই সাথে বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

দেখা হয়েছে: 455
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪