|

দায়িত্ব পেলে শেখ হাসিনার নেতৃত্বে টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করব

প্রকাশিতঃ ৬:৪৬ অপরাহ্ন | ডিসেম্বর ০৩, ২০১৯

দায়িত্ব পেলে শেখ হাসিনার নেতৃত্বে টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করব

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের আগামী সম্মেলনকে সামনে রেখে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও আওয়ামীলীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদ সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি পরবর্তী জেলা কমিটির শীর্ষ পদ প্রাপ্তির প্রত্যাশা ব্যাক্ত করেন।

এসময় তিনি বলেন, দায়িত্ব পেলে শেখ হাসিনার নেতৃত্বে লক্ষ্মীপুরে অর্থনৈতিক বিপ্লব ঘটাব। তিনি জানান, সরকার দলীয় সংগঠনের দায়িত্বশীল নেতারা উদার হলে স্থানীয়ভাবে অর্থনেতিক বিপ্লব ঘটানো মোটেই অসম্ভব কিছু নয়। তদুপুরী লক্ষ্মীপুর নদী বিধৌত সম্ভাবনাময়ী অঞ্চল। এছাড়া আওয়ামীলীগ সভানেত্রী ও সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন সহযোগিতায় উদার মানসিক। তা সত্তেও অদ্যাবতী এ অঞ্চলে অর্থসৈতিক সম্মৃদ্ধতা পায়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পেলে বিগত দিন থেকে লক্ষ্মীপুরে অব্যাহত মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ যে কোন ধরণের রাজনৈতিক দৌরাত্ম সমুলে উৎপাটন করা হবে।

প্রাসঙ্গিক জবাবে তিনি আরো বলেন, লক্ষ্মীপুর দেশের বিচ্ছিন্ন কোন অঞ্চল নয়, তাছাড়া এটি সুন্দর বনও নয়। এখানে স্বেচ্ছাচারিতা লাগামহীনভাবে চলতে থাকবে অথবা হিংস্্র বাঘ কিংবা ভাল্লুক বিচরণ করবে এমন নয়। মনে রাখতে হবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশব্যাপী শুদ্ধি অভিযান শক্ত হাতে অব্যাহত রেখেছেন। লক্ষ্মীপুর শুদ্ধি সংস্কারের বাইরে নয়।

পরিশেষে তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অথবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এখানে মুজিব আদর্শ প্রতিষ্ঠাসহ একটি সু-সংগঠন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

প্রসঙ্গত : এ এফ জাসীম উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং শিক্ষা ও গবেষনা বিষয়ক সংগঠন আমরা ক’জন মুজিব সেনা এর প্রতিষ্ঠাতা।

দেখা হয়েছে: 598
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪