|

সাংবাদিকদের হত্যার চেষ্টা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ন | জানুয়ারী ০৯, ২০২২

সাংবাদিকদের হত্যার চেষ্টা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

মো. মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে সাংবাদিকদের হত্যার চেষ্টা, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া, গুলি, বোমা বর্ষনসহ সরকারী সম্পদ দুলু খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন।

৯ জানুয়ারী রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে জেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধীক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে হত্যার চেষ্টা, ভোট কেন্দ্র, সরকারী স্কুল, গাড়ি, পুড়িয়ে দিয়ে, গুলি বর্ষন কোনো সাধারন ঘটনা নয়, এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। অন্যাথায় আগামীতে সাংবাদিকরা আরো কঠোর আন্দোলনে যাবে।

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ জানুয়ারী ভোট গ্রহনকালে জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়, বুধবার দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে, এসময় যমুনা টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, কালের কন্ঠের প্রতিনিধি শরীফুল ইসলাম ইমনসহ বেশ কয়েকজন সাংবাদিককে ভোট কেন্দ্রের ভিতর অবরুদ্ধ করে গুলি বোমাবর্ষণসহ আগুন ধরিয়ে সাংবাদিকদের হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা।

এধরনের সন্ত্রাসী কার্যকলাপ করার অভিযোেগের তীর উঠেছে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের সমর্থকদের দিকে।

এঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান।

দেখা হয়েছে: 188
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪