|

সাদুল্যাপুরে আরও একজনের করোনা শনাক্ত, ১৫ বাড়ী লকডাউন

প্রকাশিতঃ ৬:০৬ অপরাহ্ন | এপ্রিল ০৪, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল.গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নতুন আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ১৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ এ নির্দেশ দেন।

তিনি বলেন, মাদুল্যাপুরে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে থাকা আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রামণ এড়াতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিল্লাপুর গ্রামের কাজল মন্ডলের বাড়ির আশপাশের বাড়িগুলো লক ডাউন করা হয়েছে।

দুপুরে ওই গ্রামে গিয়ে বাড়ির লোকজন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলে লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শাহীন জানান, হবিল্লাপুর গ্রামের সামনপাড়া থেকে কাজলের বাড়ির আশপাশের অন্তত ১৫টি বাড়ির সকলকে লক ডাউনে থাকার নির্দেশ দেয়া হয়। এরআগে, ২২ মার্চ কাজলের বাড়ি লকডাউন করা হয়৷

তিনি আরো জানান, গত ১১ মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী করোনা আক্রান্ত মা-ছেলে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হবিল্লাপুর গ্রামে বোনের বাড়িতে আসেন।

দাওয়াতে বেশকিছু সংখ্যক লোক এসেছিলেন। তাদের সংস্পর্শে এর আগে আরও দুইজন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা ভাইনাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জন।

দেখা হয়েছে: 267
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪