|

সিঁদুর শুভক্ষণে দূর্গাপূজার উৎপত্তিস্থল তাহেরপুরে প্রতিমা বিসর্জন

প্রকাশিতঃ ৯:০৯ অপরাহ্ন | অক্টোবর ২৭, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
সনাতন হিন্দু ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবার করোনার কারনে উৎসব হলো ভিন্ন প্রেক্ষাপটে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই পূজা মন্দিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহীর বাগমারা উপজেলার দূর্গাপূজার উৎপত্তিস্থল তাহেরপুর পৌরসভায় স্বামীদের কল্যাণে দেবীর চরণে ছোঁয়া সিঁদুর দিয়ে বধূদের সিঁদুর খেলা শেষ হয়। এরপর বিকাল থেকে শুরু হয় পুলিশ ও আনসার বাহিনীর সশস্ত্র টিমের কঠোর নিরাপত্তা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন। আগামী বছর আগমনের সময় শান্তিময় এক পৃথিবীতে উৎসব ঘটবে এমন প্রত্যাশা করে দেবী দুর্গাকে বিদায় দিলেন ভক্তরা। কবে নবমীর দিনে সকাল থেকে নতুন কাপড়-চোপড় পরে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদনের জন্য এসে ভিড় জমায় মন্ডপে মন্ডপে। এসময় পুরোহিতরা চণ্ডীপাঠ ও মন্ত্র উচ্চারণ শেষে শঙ্খ ধ্বনি দিয়ে দেবীর পায়ে অর্ঘ্য নিবেদন করেন। এবং সোমবার দশমীতে প্রথম দূর্গাপূজার উৎপত্তিস্থল তাহেরপুর পৌরসভায় প্রতিমা বিসর্জন ঘটেনি। কারন বিজয় দশমীর দিনে সোমবার রাজশাহী জেলার সবচেয়ে বৃহতম তাহেরপুর পৌরসভার হাটবার হ্ওয়ার কারনে এখানে প্রতিমা বিষর্জনের সম্ভব হয়ে উঠেনি। তবে মঙ্গলবার বিকেলে প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব এর পরিসমাপ্তি ঘটেছে। ভক্তরা জানান, গত ২২ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে শারদীয় এই দুর্গোৎসব।এবং ৫ দিন সাড়ম্বরে পূজার পর মা ফিরে যান কৈলাসের আপন নিবাসে। এ সময় ভক্তরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানান। এর আগে সকালে মায়ের পায়ে বিজয়া দশমীর পুষ্পাঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে শিশু, কিশোর, তরুণ, যুবানির্বিশেষে সবাই ছুটে আসেন। মূলত দশমী পূজা ও পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ইতি ঘটলো। উল্লেখ্য, বারো মাসে তের পর্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলিত থাকলেও শারদীয়া বা দূর্গা পূজাই বেশি আনন্দ উৎসবের মাধ্যমে পালন করা হয়। আর হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রথম শুরু হয় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর রাজবাড়ির গোবিন্দ মন্দিরের দুর্গ মন্দিরে। গত ৫৪০ বছর আগে সম্রাট আকবরের শাসনামলে রাজা শ্রী কংস নারায়ণ সে সময় ৯ লাখ টাকা ব্যয়ে করে তৈরী করেন সোনার প্রতিমা। এবং বাংলাদেশে শুরু করেন এই দুর্গাপূজা। তাই দুর্গাপূজার উৎপত্তিস্থল হিসেবে গর্ববোধ করেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুরের অধিবাসীরা।#

দেখা হয়েছে: 265
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪