|

সুন্দর দেহমন ও সুস্বাস্থ্য গঠনে খেলা ধুলার কোন বিকল্প নেই -মেয়র আব্দুস ছাত্তার

প্রকাশিতঃ ১০:৪২ অপরাহ্ন | মার্চ ২১, ২০২৩

সুন্দর দেহমন ও সুস্বাস্থ্য গঠনে খেলা ধুলার কোন বিকল্প নেই -মেয়র আব্দুস ছাত্তার

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: সুন্দর ও সুস্থ্য জীবন গঠনে খেলা ধুলার ভুমিকা অতন্ত গুরুত্বপূর্ণ। উন্নত জীবন সুঠাম দেহ গঠনে খেলা ধুলা অপরিহার্য। খেলা ধুলা অনুশীলনের মাধ্যমে মনে আত্মবিশ্বাস ও সফলতার জন্ম দেয়। খেলা ধুলার মাধ্যমে মানুষের দুশ্চিন্তা লাঘব হয়। সহনশীলতা বাড়ায় এবং নেতৃতের গুণাবলি বিকাশিত হয় খেলা ধুলার মাধ্যমে। তাই প্রতিদিন লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলার কোন বিকল্প নেই।

সোমবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পরিচালক আমিনুর রহমান সুলতান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, বীর মুকতিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক মায়া রানী সরকার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহকারী অধ্যাপক দেলুয়ার হোসেন প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

দেখা হয়েছে: 159
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪