|

আটোয়ারীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:৪৬ অপরাহ্ন | জানুয়ারী ২৫, ২০২০

আটোয়ারীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় একযোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন।

শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটানোর প্রত্যয় নিয়ে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

অন্যান্য নির্বাচনের মতই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রার্থীরা পোস্টার ব্যবহার করে ভোট সংগ্রহ করেন। নির্বাচনের উপকরণ হিসেবে ব্যালট পেপার, সীল মোহর, ব্যালট বাক্স সহ ভোটার স্লিপ ব্যবহার করা হয়।

নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ছিলেন শিক্ষার্থীদের মধ্য হতে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, পুলিশ সদস্য , আনসার সদস্য, পর্যবেক্ষক।

মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮জন সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ধরে ভোট দিতে দেখা যায়।

প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ জানান, সরকারি নির্দেশনা এবং প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম শিক্ষার্থীদের মাধ্যমেই সম্পন্ন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন পরিদর্শন করেন।

আটোয়ারীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

দেখা হয়েছে: 371
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪