|

হালুয়াঘাটে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রুখতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিতঃ ৭:৫৬ অপরাহ্ন | মার্চ ১৯, ২০২০

হালুয়াঘাটে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রুখতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

হালুয়াঘাট থেকে সৈয়দ তরিকুল্লাহ আশরাফী : হালুয়াঘাটে করোনা ভাইরাসকে পুঁজি করে কোনো দোকানীরা যাতে নিত্যপণ্যের পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে পাঁচ দোকানীকে ১২,৫০০(বারো হাজার পাঁচশত) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের চাউল, মাংস ও পেয়াজের খুচরা দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ।

এসময় কাঁচামালের আড়ৎদার ভুঁইয়া ট্রেডার্স ৩হাজার,পেঁয়াজের দোকানদার সফিউল ৫হাজার, মাংসের দোকানদার নাজমুল ৩হাজার, এক চাল ব্যবসায়ীকে ১হাজার ও পলিথিন দিয়ে খুচরা পেয়াজ বিক্রেতাকে ৫শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম বলেন, করোনা ভাইরাস আতংকে কোনো অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখা হবে। এ বিষয়ে সকলকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।

দেখা হয়েছে: 374
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪