|

লক্ষ্মীপুরে ২১ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ

প্রকাশিতঃ ২:২৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০১, ২০১৮

রুবেল হোসেন,স্টাফ রিপোর্টার :

এ প্রথম অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে দেশজুড়ে। সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে এসএসসি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুরে ৫ টি উপজেলায় ২১ হাজার ৬শ ১৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.নুর জ্জামান আলীয়া মাদ্রাসার কেন্দ্র পরিদর্শনে জান।

লক্ষ্মীপুরে ২১ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ

লক্ষ্মীপুরে ২১ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জেলায় ১৯টি কেন্দ্রে ১৪ হাজার ৮২৬, দাখিল ১১টি কেন্দ্রে ৬ হাজার ১০৬ এবং ভোকেশনাল ৬টি কেন্দ্রে ৬৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল গণমাধ্যমকর্মীদের জানান,জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকল এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

 

দেখা হয়েছে: 551
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪