|

চাঁদপুর জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৩ লাখ শিশু

প্রকাশিতঃ 9:36 pm | December 20, 2017

মাসুদ হোসেনঃ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড পালিত হবে আগামী ২৩ ডিসেম্বর। ওই দিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের এ টিকা খাওয়াবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ৯ হাজার ৬১৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

বুধবার (২০ ডিসেম্বর) চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য ‍জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো: শফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলার ৮টি উপজেলার সকল ইউনিয়নের ২হাজার ২শ’ ৬১ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৪শ’ ২৪ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯মাস বয়সী ২লাখ ৭৪হাজার ১৯২জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

সভার সভাপতি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো. শফিকুল ইসলাম জানান, চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৩হাজার ৪শ’ ৫৯জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এদের তত্ত্বাবধানে থাকবেন ৫০৫জন কর্মকর্তা।

 

সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদীসহ চাঁদপুরে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।