|

তাহেরপুর পৌরসভায় নব্বই জন ঈমাম মুয়াজ্জিন পেলো ঈদ উপহার

প্রকাশিতঃ ১০:৪৪ অপরাহ্ন | মে ২১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের ঈমাম মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার মেয়রের উদ্দ্যোগে পৌর ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তাহেরপুর পৌরসভা এলাকার নব্বই জন ঈমাম মুয়াজ্জিনের মাঝে দুই হাজার টাকাসহ ঈদ উপহার ও পৌর কর্মচারী,কাউন্সিলর,এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর রহমানের সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহেরপুর বড় জামে মসজিদের ঈমাম ও প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, তাহেরপুর হাইস্কুল মসজিদের ঈমাম ও সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ জহির উদ্দিন। তাহেরপুর পৌরসভার সচিব মোঃ মতলেবুর রহমান মতলু। এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র বাবুল খা, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রইচ উদ্দিন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ মফিজ উদ্দিন মোমিন,তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাসানুজ্জামান শাহ কান্টু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সমশের আলী, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম আসাদসহ পৌর কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর, পৌর আওয়ামীলীগ, যুবলীগ ছাএলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগ নেতা মোঃ জাহিদ আকরাম। এছাড়া মঙ্গলবার সকালে তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শ্রেণী পেশার ১৫০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরন করা হয়।

দেখা হয়েছে: 518
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪