আরিফ আহমেদ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করণের ৫ম বছর পূর্তি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ গৌরীপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি, জেলা কমিটির সম্পাদক ও সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা লুৎফুন্নাহার বেগম ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভিটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আলম ভূইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
র্যালি শেষে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলী, গুজিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা হামিদ, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসিম, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সিধলা পাইশলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক ঘোষণায় ২৬ হাজার একশত ৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেন।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করণের ৫ম বছর পূর্তি উদযাপন-Aporadh-Barta