|

তাহেরপুরে শহীদ আলো খন্দকারের ১৮তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:৪০ অপরাহ্ন | ডিসেম্বর ০৮, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ১৮তম শাহাদৎ বাষির্কী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল পৌরসভা চত্বরে শহীদ আলো খন্দকারের প্রতিকৃতিতে পৌর সভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বাদ যোহর মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মহল্লাবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোকজন দাওয়াতে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য,২০০৩ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় তাহেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকার তাহেরপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে তার নিজ গ্রামের বাড়ি বিশুপাড়া যাবার পথে বিন্দাবনতলা নামক সুকুরের স মিলের সামনে পুর্ববাংলা কমিউনিষ্ট পাটি সর্বহারা দলের ক্যাডারেরা প্রকাশ্যে তার মাথায় লোয়ার রড় মেরে মাটিতে ফেলে দিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা করে তারা পালিয়ে যায়। এরপর থেকে তার রুহের মাগফেরাত কামনা করে প্রতিবছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দেখা হয়েছে: 144
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪