|

বাগমারা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যদের সাথে এমপি এনামুল হকের মতবিনিময়

প্রকাশিতঃ ৪:১৭ অপরাহ্ন | অক্টোবর ২৯, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা আসনের সাংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে বাগমারা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ( ২৮ অক্টোবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিকদারী সালেহা ইমারত কোল্ডস্টোরেজ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন. বাগমারা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আফাজ্জল হোসেন, সহ-সভাপতি নাজিম হাসান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,সহ-সম্পাদক শামীম রেজা, সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল, ইউসুফ আলী সরকার,দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, জিল্লুর রহমান দুখু,আবু বাক্কার সুজন,আনোয়ার হোসেন,ফারুক আহমেদ, রতন কুমার । এছাড়াও উপস্থিত ছিলেন. ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা বনিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা মাজেদুর রহমান মাজেদ,ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী,উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম,প্রমুখ। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সংসদ সদস্য বলেন, বাগমারা উপজেলায় আমি পায় ১৪ বছর ধরে বিভিন্ন উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। বাগমারা একটি সমস্যা বহুল অবহেলিত জনপদ। মানুষের দুঃখ-দুর্দশা দুর করা এবং উন্নয়নই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের প্রধান লক্ষ্য। তার লক্ষ্য পুরণে আমি আপনাদের সাথে মিলিত হয়ে কাজ করছি। আগামী সংসদ নির্বাচনে আপনাদের পাশে পেতে চাই। সাংবাদিকেরা জাতীর বিবেক। আপনারদের সংবাদ পরিবেশনের সময় বস্তুনিষ্ঠতা অবম্বলন করা দরকার। এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করে থাকেন। সেই সাথে স্থানীয় সাংবাদিকদের সত্য,সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

দেখা হয়েছে: 94
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪