অপরাধ, আইন ও আদালত, বাংলাদেশ, রাজশাহী, স্পেশাল বার্তা

রাজশাহীতে ৯টি মানব কংকাল উদ্ধার, গ্রেফতার ১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে খণ্ড খণ্ড নয়টি মানব কংকালসহ শুকুর আলী (২৮) নামক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। গতকাল রবিবার রাজপাড়া থানাধীন শ্রীরামপুর নদীরধার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শুকুর আলী, রাজপাড়ার শ্রীরামপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করেছে। পরে আরএমপির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, ভারত থেকে কঙ্কাল পাচার করে রাজশাহীতে আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় খণ্ড খণ্ড অবস্থায় মানুষের ৯টি কঙ্কালসহ শুকুর আলীকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই তিনি ভারত থেকে কঙ্কাল এনে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *