|

গৌরীপুরে পেট্রোল বোমা হামলার ঘটনায় থানায় মামলা

প্রকাশিতঃ 8:39 pm | December 18, 2017

আরিফ আহমেদ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহ গৌরীপুর শাহগঞ্জ বাজারে মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনায় অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর বাদী হয়ে ১৭ ডিসেম্বর রাতে ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। গৌরীপুর থানা মামলা নং ১৬, তারিখ ১৭/১২/১৭ ইং।

অভিযুক্ত আসামীরা হলো- অচিন্তপুর ইউনিয়ন সেচ্ছ্বাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ বাচ্চু, ছাত্রলীগ কর্মী মজিবুর রহমান সুমন, মাজহারুল ইসলাম, শফিক ওরফে টেরা শফিক, মোস্তাফিজুর রহমান, শাহীন মিয়া, আজিজুল হাকিম, লাল মিয়া, জুয়েল, বাবু ও পিন্টু। এছাড়াও আরো ১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। তবে ১৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে গৌরীপুর শাহগঞ্জ বাজারে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তরের উপর চড়াও হয় স্থানীয় কিছু উশৃঙ্খল নেতাকর্মী। এসময় তারা ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে ভাংচুর করে।

এ ঘটনার প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকরা একটি প্রতিবাদ মিছিল করলে সেই মিছিলে পর পর ৫টি পেট্রোল বোমা নিক্ষেপ করলে এতে দুইজন দগ্ধ হয়ে আহত হয়।