আরিফ আহমেদ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ গৌরীপুরে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুর ১ টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। উপজেলা ছাত্রলীগ আয়োজিত র্যালি ও অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
র্যালিটি কালিখলা থেকে শুরু হয়ে উত্তর বাজার মোড়, মধ্যবাজার, কালিপুর হয়ে যথাস্থানে ফিরে আসে। র্যালি শেষে উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্র নেতা ম. নূরুল ইসলাম, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোর্শেদুজ্জামান সেলিম, গৌরীপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব মোস্তাকিম, কলেজ শাখার সাবেক আহবায়ক আবু কাউসার চৌধুরী রন্টি, উপজেলা শাখার সাবেক আহবায়ক কামাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, প্রণয় সরকার, অন্তর খান পাঠান, শাহজাহান কবীর, শামীম, নাজমুল, রবিন, ওবায়দুল্লাহ, মামুন, হৃদয়, অনিক, আমিরুল, ফারুক, সৈয়দ ইমরান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জিল্লুর রহমান।
এ ছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ গৌরীপুর সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ কলেজ প্রাঙ্গনে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।