বিনোদন বার্তাঃ
প্রস্তুতি চলছিল আগে থেকেই। অবশেষে নতুন বছরে আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়েছেন ‘গেরিলা’খ্যাত অভিনেত্রী জয়া আহসান। ভিডিওবার্তায় তিনি ফেসবুক পেজ নিয়ে ঘোষণাটি দেন।
মঙ্গলবার ফেসবুকে জয়া আহসান জানান, প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য আমি হাজির হলাম আমার অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে। এটি একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা, আপনার সাথে সংযোগ স্থাপন করার জন্য। সুতরাং আসুন একটি সুন্দর যাত্রা একসঙ্গে শুরু করা যাক।

অভিনেত্রী জয়া আহসান ফেসবুক পেজ
ফেসবুক পেজে জয়া এরইমধ্যে নিজের ভাবনা, বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকার, কার্যক্রম, লক্ষ্য ও অভিনীত সিনেমা নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। ২০১৭ সাল নিয়ে দেয়া একটি পোস্টে তিনি লিখেছেন, অবশ্যই এই বছরটিও ছিল বিশেষভাবে উল্লেখ করার মতো। আপনাদের নিরন্তর ভালোবাসা আর নিঃস্বার্থ অনুপ্রেরণাই আমাকে সব সময় কঠিন চরিত্র গুলো বেছে নিতে উৎসাহ প্রদান করে।