ধর্ম ও জীবন, বাংলাদেশ, ময়মনসিংহ, স্পেশাল বার্তা

ময়মনসিংহে আখেরী মোনাজাতের পর ইজতেমা সমাপ্ত

মোঃ কামাল, ময়মনসিংহ

বিশ্ব ইজতেমার অংশ হিসেবে ময়মনসিংহের তাবলীগ জামায়াতের আঞ্চলিক ইজতেমা আখেরী মোনাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। এই ইজতেমায় জেলার লক্ষ্য লক্ষ্য মুসল্লী এতে অংশ গ্রহন করেন। শেষ দিন দোয়াই শরিক হতে লাখো মুসল্লীর ঢল ছিল ইজতেমা ময়দানে। আশপাশের এলাকা ও মহাসড়ক গুলো কানায় কানায় মুসল্লীদের ভরপুর ছিল।

 

শনিবার (২৩ ডিসেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরতলীর আকুয়া বাইপাস সড়কের আশপাশের এলাকাসহ ইজতেমা ময়দানে লক্ষ্য লক্ষ্য মুসল্লীর আগমন ঘটে। পরে দুপুর ১২ টায় আখেরী মোনাজাত শুরু হয়ে ১২টা ২১ মিনিটে শেষ হয়। এসময় দোয়া পরিচলনা করেন, কাকরাইল মসজেদের মুহাদ্দিছ মাওলানা মোহাম্মদ রবিউল হক। তখন দোয়াই অংশ নেয়া সকল মুসল্লীরা আমিন আমিন ধ্বনিতে কান্নাঁয় ভেঙে পরেন। ভারি হয়ে যায় পুরো ইজতেমা ময়দান।

 

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ) বাদ ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্যদিয়ে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী এই জেলার আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। পরে শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মাধ্যমে জেলা ইজতেমা সমাপ্ত ঘোষনা করা হয়।

ময়মনসিংহে আখেরী মোনাজাতের পর ইজতেমা সমাপ্ত-Aporadh-Barta
ময়মনসিংহে আখেরী মোনাজাতের পর ইজতেমা সমাপ্ত-Aporadh-Barta

জানা গেছে, এই ময়দানে দেশি বিদেশি ধর্মপ্রান মুসল্লীগণের অংশগ্রহনে এক আল্লাহ ও রাসূলের জীবন আদর্শ গঠনের বাস্তব নমুনা চর্চায় মশগুল হয়েছিল ইজতেমায় আগত মুসল্লীরা।

 

জানা গেছে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাংলাদেশের কাকরাইল মসজিদের শীর্ষস্থানীয় মুরুব্বী আলেম ওলামাগণ এ ইজতেমায় বয়ান পেশ করেছেন।

 

ইজতেমা সফল করতে দিন রাত পরিশ্রম করে মাঠের প্যান্ডেল, অজুখানা, টয়লেট, খুটি নির্মান ও বিদেশি মুসল্লীদের তাবু স্থাপনে স্থানীয় মাদরাসার শিক্ষক শিক্ষার্থী আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীদের স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন করা হয়ছিল।

 

অন্যদিকে এবার বধিরদের জন্য আলাদা বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে বলে জানায় ইজতেমা আয়োজক কমিটি। বদিরদের ইশারায় অনুবাদ করার ব্যবস্থাও ছিল। সারা দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা ও ঈমানওয়ালা হয়, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাতে জান্নাতে যেতে পারে, এই লক্ষ্য নিয়ে ময়মনসিংহ আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

 

এদিকে আখেরী মুবাজাতে অংশ নেন, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, র‌্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক লে. কর্ণেল মোঃ শরীফুল ইসলামসহ সাংবাদিক, পেশাজিবী, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল মুসল্লীরা।

 

উল্লেখ্য, ময়মনসিংহে জেলায় ২০০৩ সালে প্রথম আঞ্চলিক ইজমেতা হয়। এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৫ সালে তৃতীয় এবং ২০১৭ সালের ২১,২২ ও ২৩ ডিসেম্বর ৪র্থ জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়।

 

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় ভীড় ও মানুষের কষ্ট কমাতে এ বছর দেশের ৬৪টি জেলার মধ্যে ৩২ জেলা আঞ্চলিক ইজতেমা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করে তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *