|

গোবিন্দগঞ্জে সাড়া জাগানো কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে কৃষি কর্মকর্তা

প্রকাশিতঃ 2:58 am | December 30, 2017

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বানিজ্যিক ভাবে নিজস্ব পদ্ধতিতে এক সাথে এক জমিতেই একাধিক সবজি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক আলহাজ্ব নূর মোহাম্মদ খায়রুল বাসার নয়ন।

উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মৃত খবির উদ্দিনের ছেলে ব্যবসায়ী ও কৃষক আলহাজ্ব নূর মোহাম্মদ খায়রুল বাসার নয়ন এক জমিতে এক সাথে মিষ্টি লাউ, মরিচ, টমেটো, সিম, করলা, বেগুন, ফুল কপি, ঢেড়শ, বরবটি, পেপেঁ, পালং শাক, মুলা শাক চাষ করে শতভাগ সফলতা আসায় তিনি এবারও বানিজ্যিক ভাবে প্রায় ৫ বিঘা জমিতে সবজি চাষ করে ব্যস্ত সময় পার করছেন।

এছাড়াও তিনি আরও ১২ বিঘা জমিতে আলু,ধান,শরিষা,লেবু,আম, লিচু চাষ করেছেন। তার এই সবজি চাষ পদ্ধতি অনুসরন করে এলাকায় অনেক কৃষক বানিজ্যিক ভাবে সবজি চাষ করে লাভবান হওয়া ও এলাকায় সাড়া ফেলায় আজ দুপুরে তার সবজি ক্ষেত পরিদর্শন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ছাহেরা বানু, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফারুকুল ইসলাম।

এসময় কৃষক অালহাজ্ব খায়রুল বাসার নয়ন, ইউপি সদস্য নুনু মিয়াসহ অন্যান্য কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জে সাড়া জাগানো কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে কৃষি কর্মকর্তা-Aporadh-Barta

গোবিন্দগঞ্জে সাড়া জাগানো কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে কৃষি কর্মকর্তা-Aporadh-Barta