|

গান্ধী-নেতাজী আন্দোলন সফল না হলেও বঙ্গবন্ধুর অসহযোগ ঐতিহাসিক: শিল্পমন্ত্রী

প্রকাশিতঃ 9:54 pm | December 28, 2017

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বৃটিশ ভারতে মহত্মা গান্ধী ও নেতাজীর আন্দোলন সফল না হলেও বঙ্গবন্ধুর অসহযোগ ছিল ঐতিহাসিক ভাবে সফল। বঙ্গবন্ধুর ডাকে সফল এ আন্দোলনে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সুপ্রীম কোর্টের বিচারক পর্যন্ত সম্পৃক্ত ছিলেন। আর সে কারণেই ভারতের এই দুই নেতার চেয়েও বঙ্গবন্ধুকে বড় করে উল্লেখ করেছেন ভারতের রাজনৈতিক, লেখক ও ইতিহাসবিদরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা মেম্বার’স ফোরামের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মেম্বার’স ফোরামের সভাপতি মনিরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।