বিনোদন, স্পেশাল বার্তা

আরশির ভিডিওবার্তা আফ্রিদিকে জড়িয়ে ফের বিতর্কিত

অনলাইন বার্তাঃ

গেল সপ্তাহেই ‘বিগ বস’-এর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন আরশি খান। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে লাইমলাইটে আসা এ সুন্দরীর বিরুদ্ধে বিগ বসেও সমস্যা সৃষ্টির অভিযোগ ওঠে।

সে যাই হোক, আলোচনা-সমালোচনায় থাকা যার অভ্যাস, তিনি তো আলোচনায় থাকবেনই। সেই ধারা বজায় রেখে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর কল্যাণে আলোচনায় চলে এসেছেন আরশি।

ভিডিওতে তাকে মত্ত অবস্থায় কথা বলতে দেখা গেছে। এ সময় অপ্রকৃতস্থ অবস্থায় আরশি খানকে বিখ্যাত বলিউডি গানের নকল করে গাইতে শোনা গেছে। তিনি বলেন, আরশি বদনাম হুয়ি, আফ্রিদি তেরে লিয়ে।

এর পর তিনি বলতে থাকেন, ভারত বলে পাকিস্তান যাও। পাকিস্তান বলে এখানে এসো। এখন আমাকে কে আপন করে নেবে?

পেশায় মডেল ভোপালের এই কন্যা দুবছর আগে বিখ্যাত হয়েছিলেন এক বিতর্কিত মন্তব্য করে। তিনি তখন বলেছিলেন- শহিদ আফ্রিদির সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে।

কিছু দিন আগেই আবার আরশি খান বলেন, তার গর্ভে যে সন্তান রয়েছে, তার বাবা আফ্রিদি! পাশাপাশি এর আগে সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিকে ধর্ষণের অদ্ভুত হুমকি ও দিয়েছিলেন তিনি। সেই বিতর্কিত আরশি এবার নতুন বোমা ফাটালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *