|

তুরস্কে স্কুলবাস সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত

প্রকাশিতঃ ১২:৩৮ পূর্বাহ্ন | জানুয়ারী ২১, ২০১৮

অনলাইন বার্তাঃ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। শনিবার ভোরে এসকেসির অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বুশরা শহরে যাচ্ছিল। খবর বিবিসির।

বাসটিতে একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে একটি অবকাশযাপন কেন্দ্রে সফরে যাচ্ছিল। কিন্তু পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিধ্বস্ত হয়। তবে হতাহতদের মধ্যে কোনো শিশু রয়েছে কিনা, তা পরিষ্কার নয়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সড়কের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেনি। কেননা, সেটির অবস্থা বেশ ভালো। বাসটি সারা রাত পথে থাকায় দুর্ঘটনার পেছনে চালকের ত্রুটি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসের দুই চালককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

দেখা হয়েছে: 408
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪