|

তুরস্কে স্কুলবাস সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত

প্রকাশিতঃ 12:38 am | January 21, 2018

অনলাইন বার্তাঃ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। শনিবার ভোরে এসকেসির অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বুশরা শহরে যাচ্ছিল। খবর বিবিসির।

বাসটিতে একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে একটি অবকাশযাপন কেন্দ্রে সফরে যাচ্ছিল। কিন্তু পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিধ্বস্ত হয়। তবে হতাহতদের মধ্যে কোনো শিশু রয়েছে কিনা, তা পরিষ্কার নয়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সড়কের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেনি। কেননা, সেটির অবস্থা বেশ ভালো। বাসটি সারা রাত পথে থাকায় দুর্ঘটনার পেছনে চালকের ত্রুটি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসের দুই চালককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।