|

আওয়ামীলীগ কাজের রাজনীতি করে-পঞ্চগড়ে ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ১:৩৩ পূর্বাহ্ন | জানুয়ারী ১০, ২০১৮

মোহাম্মদ সাঈদ, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বিলুপ্ত গারাতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে মঙ্গলবার সকার ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সড়ক ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, মানুষকে কষ্ট দিয়ে শেখ হাসিনা রাজনীতি করেনা। বিএনপি কেন আসঙ্কা করছে তা আমরা জানি। বিএনপি জানে রংপুরের মত জাতীয় নির্বাচন হবে। রংপুরে আমরা হেরে গেছি কিন্তু আমরা নির্বাচনের রায় মেনে নিয়েছি। নির্বাচনে সরকারি দল কোন হস্তক্ষেপ করেনি।

দেশে বিদেশের পর্যবেক্ষরা কোন অভিযোগ করে নি। একটা সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বচন হয়েছে। রংপুরের মত আগামী নির্বাচনে যা যা সহযোগীতা করার দরকার শেখ হাসিনা সরকার করে যাবে। এখানে ফখরুল সাহেবের কোন ভয় পাওয়ার কারণ নেই। তিনি আরো বলেন, নতুন বছর শুরু হয়েছে, এই বছরেই নির্বাচন হবে। নৌকার জোয়ার এত আগে আগে দেখে বিএনপি ভয় পেয়ে গেছে।

নির্বাচনের আরো ১০মাস বাকী, নৌকার জোয়ার এখন সব জায়গায় বইছে। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় তারা আবল তাবল বকছে। আমরা কাজ দেখিয়ে ভোট নিতে চাই। কথা দিয়ে আমরা ভোট আদায় করবো না। বিএনপি কথা বলার রাজনীতি করে, আর আওয়ামীলীগ কাজের রাজনীতি করে। বিলুপ্ত ছিটমহলবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এখন স্বাধীন দেশের নাগরিক, আর এ স্বাধীনতা এনে দিয়েছে শেখ হাসিনা।

৫০ বছরের রেকর্ড ভেঙ্গে পঞ্চগড়ে শীতের তাপমাত্রা কমে ২.৬ ডিগ্রী সেলসিয়সে নেমে এসেছে। শীত আসার আগে ২৮ হাজার কম্বল ও নগদ ১১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। আপনারা এখন ছিটমহলবাসী থেকে রাজমহলবাসী।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবির নানক এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড়- ১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মোহাম্মদ আজাহার আলী, সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, মফিজার রহমান কলেজের সভাপতি মফিজার রহমান, প্রমূখ।
এরপর পঞ্চগড়ের বোদা উপজেলার মডেল স্কুল এন্ড কলেজে শীতবস্ত্র বিতরণ করেন।

দেখা হয়েছে: 655
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪