অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয় থেকে উপজেলা সদর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়।
পরে দলীয় অফিসে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন। এসময় জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, আ. সাত্তার মোল্লা, হালিমুজ্জামান হালিম, গোলাম মোস্তফা সরদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা মো. ফিরোজ শিকদার, শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম, শ্রমিকলীগ নেতা বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্র রক্ষা দিবস পালিত