চট্টগ্রাম, বাংলাদেশ, রাজনীতি, স্পেশাল বার্তা

লক্ষ্মীপুরে সহযোদ্ধার মুক্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

রুবেল হোসেন,স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় সাহা এর মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ-মিছিল বের করা হয়। বিক্ষোভ-মিছিল’টি ক্যাম্পাস এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস,সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক করিমুল হক কনক,পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরান হাসান কাইসার ও আলীয়া মাদ্রাসার ছাত্রলীগের নেতা মাঈন উদ্দিন ইপ্তিসহ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গ : বুধবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সামনে থেকে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় সাহাকে আটক করা হয়। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্ধী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *