fbpx

|

ট্রেচারে ভর করেই পত্রিকা বিক্রি করে সাঘাটার ভোলা ব্যাপারি

প্রকাশিতঃ ৪:১৯ পূর্বাহ্ন | জানুয়ারী ১৯, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলার পত্রিকা বিক্রেতা ভোলা ব্যাপারির একহাত-এক পা প্রায় অবস। প্রায় ৬ মাস বিছানায় পড়ে থেকে একটু সুস্থ্য হয়ে আবারও হাতে নিয়েছেন পত্রিকা। ট্রেচারে ভর দিয়ে অতি কষ্টেই খুড়িয়ে খুড়ুয়ে পত্রিকা বিক্রি করেন।

জীবন সংগ্রামে থেমে নেই তার পথচলা। প্রতিদিন সকাল হলেই অতিকষ্টে পত্রিকা হাতে নিয়ে দুপুর পর্যন্ত অফিস, দোকানপাট সহ বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে পত্রিকা বিক্রি করার আয় থেকেই সংসার চলে তার।

আশির দশকে তামাক ব্যবসা বাদ দিয়ে পত্রিকা বিক্রিতে নিয়োজিত হন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামের ভোলা ব্যাপারী। সংসারে ২ ছেলে থাকলেও যার যার সংসার নিয়ে ব্যস্ত তারা। পত্রিকা বিক্রি করে প্রায় ৪০ বছর ধরে সংসার ভালই চলছিল ৯০ বছর বয়সী ভোলা ব্যাপারীর।

হঠাৎই গত বছরের প্রথম দিকে শরীর দূর্বল হয়ে প্যারলাইসিস রোগে আক্রান্ত হন তিনি। বন্ধ হয়ে যায় সংসারের চাকা। চিকিৎসা করার জন্য অর্থ সংকট পড়েন। অনেক কষ্টে এখন কোন মতে ট্রেচার নিয়ে হেটে চলতে পারেন তিনি। তারপরও মনোবল হারাননি। আবারও শুরু করেন পত্রিকা বিক্রির পেশা। সামান্য পথ হাটতে অনেক সময় লাগে তার।

জীবন সায়েন্নে এসে অনেক কষ্ট করে হলেও দ্বারে দ্বারে ঘুরে পত্রিকা বিক্রি করা তেমন কোন সমস্যা হয়না বলে জানালেন ভোলা ব্যাপারী।

বৃহস্পতিবার এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন, বাবা রে মানুষের কাছে হাত পাততে চাইনা। শরীর যে কয়দিন চলবে পেপার বেচেই চলতে চাই। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এ বিষয়টি সমন্ধে আমার জানা নেই। তবে খোঁজ খবর নেওয়া হবে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 600
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!