খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় পুলিশ বিএনপির এক নেতাকে আটক করে লাঠিচার্জের কারণে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পন্ড হয়ে যায়।
সোমবার বেলা ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পালনের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া জানান, সকাল থেকেই ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ এসে বেরিকেট দিয়ে রাখে। নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বেলা ১১টার সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ কার্যালয়ের সামনে আসলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, ছাত্রদল নেতা জাহিদ হোসেন, ইয়াসিন আরাফাত মিঠু, বারেক হোসেন, মো. মঈন, শ্রমিক দল নেতা ফারুক হোসেন, মো. মামুনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সমাবেশের নামে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। সেখান থেকে একজনকে আটক করা হয়।