|

গণতন্ত্র হত্যা দিবসে লক্ষ্মীপুরে বিএনপির আলোচনা সভা

প্রকাশিতঃ 7:01 pm | January 05, 2018

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বিএনপি আলোচনা সভা করেছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাস ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফেরদাউস মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম নাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন ও পৌর ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন শিমুলসহ দলীয় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি পাতানো সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে।

তারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে রাজনীতি থেকে নিচিহ্ন করতে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্বৈরাচারী সরকারকে হটাবে। এজন্য ভেদাবেদ ভুলে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে।

গণতন্ত্রহত্যা দিবসে লক্ষ্মীপুরে বিএনপির আলোচনা সভা-Aporadh-Barta

গণতন্ত্রহত্যা দিবসে লক্ষ্মীপুরে বিএনপির আলোচনা সভা-Aporadh-Barta