|

পলাশবাড়ীতে কোল্ড ইনজুরিতে আক্রান্ত বীজতলাগুলো

প্রকাশিতঃ 1:00 am | January 15, 2018

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পড়েছে বোরো বীজতলাগুলো। গত ১৫ দিন থেকে হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা ও দিনভর ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলাগুলো বিবর্ণ হয়ে পড়েছে।

অনেক বীজতলায় চারা বীজগুলোতে গোড়া পচন রোগ দেখা দেয়ায় চারা বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে চলতি বোরো মৌসুমে কৃষক চারা বীজের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট সুত্রে জানায়, এ বছর উপজেলায় ১১’শ ৮৫ হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে।

এরমধ্যে হাইব্রিড জাতের বীজ ৩’শ ৫৫ হেক্টর ও অন্যান্য জাতের ৯’শ ৩০ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আজিজুল ইসলাম জানান, অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশার হাত থেকে রক্ষা পেতে কৃষককে বীজতলাগুলোতে ছাই ব্যবহারসহ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেয়া হচ্ছে।