মোঃ রুবেল হোসেন,স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবস’টি উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে এক আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করেন ছাত্রলীগ নেতা কাজী মোঃ মামুনুর রশিদ বাবলু।
এরআগে শহরে মহিলা কলেজ সংলগ্ন জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে দিবসটির শুভ সুচনা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধরাণ সম্পাদক মোঃ রাকিব হোসেন লোটাস।
আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সহ-প্রচার সম্পাদক মনছুর আহমেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক করিমুল হক কবক, পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম শামীম,চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি রায়হান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।
এছাড়া রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখা কমিটিসহ জেলাব্যাপী বিভিন্ন ইউনিটের নানা আয়োজনে দিবসটি উদযাপন করেন।