অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় দেশের ইতিহাস সমৃদ্ধ গৌরবোজ্জ্বল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগ ও সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেকে কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সহ-সভাপতি আবু সালেহ মো. লিটন, সাধারণ সম্পাদক গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, সবুজ আকন, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহ-সভাপতি মো. উজ্জ্বল হোসেন, রিপন সরদার, শাহাজাদা হাওলাদার, সাধারণ সম্পাদক জাকির পাইক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক মো. সৌরভ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমন খান চানু, এজিএস মো. ইমরান হোসেন প্রমুখ।
এছাড়া এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে গৈলা ইউনিয়ন দলীয় অফিসে নেতাকর্মীরা রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মিলাদ ও দোয়ার মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে দলীয় নেতাকর্মীরা বরিশাল জেলা সদরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।

আগৈলঝাড়ায় ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-Aporadh-Barta