|

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর স্বপ্ন খুবরিয়ে খাচ্ছে ইউপি চেয়ারম্যান: বিক্ষুব্ধ শ্রমিকরা

প্রকাশিতঃ ১১:০৭ অপরাহ্ন | মার্চ ২৫, ২০১৮

Chairman of the Prime Minister dreaming of the Prime Minister at Laksmipur The agitated workers

স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ও স্বপ্ন বিলিন করে ৪৯৪.৩৩৩ মেট্টিক টন গম, যার সরকারি মূল্য ১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৫শ ৯৯ টাকার প্রকল্পের কাজে অনিয়ম করে (গম/অর্থ) আত্মসাতের অভিযোগ উঠেছে সদর উপজেলার ২০ নং চর রমনি মোহন ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের বিরুদ্ধে।

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মধ্যেই করছেন জান্নাতুল মাওয়া আশ্রয়ন প্রকল্প নির্মাণ। শ্রমিক দিয়ে নির্মাণ না করেই বেকো ও ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করেই চলছে আশ্রয়ন প্রকল্পের কাজ। অন্যদিকে আশ্রায়ন নির্মাণে কাজ না করতে পেরে ক্ষুব্ধ স্থানীয় শ্রমিকরা।

সদর উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্পটির জন্য ৪৯৪.৩৩৩ মেট্টিক টন গম বরাদ্ধ হয়। যার সরকারি মূল্য ১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৫শ ৯৯ টাকা। প্রকল্পের কাজের মেয়াদ শুরু হয় ১৬ই জানুয়ারী আর শেষ হবে ৩০ মার্চ। কিন্তু এখন পর্যন্ত কাজের ৫০ ভাগই শেষ করতে পারেনি কেন্দ্র সভাপতি।

Chairman of the Prime Minister dreaming of the Prime Minister at Laksmipur The agitated workers (2)

আরো জানা যায়, প্রকল্পটির আয়তন ২ লক্ষ ১৭ হাজার ৮০০ বর্গফুট। কাজটি শুরু হয়েছে চলতি বছরের ২২ জানুয়ারি শেষ হবে ৩০ মার্চ। প্রকল্প সভাপতি স্থানীয় চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল। এ পর্যন্ত ১৮৭.৫০ মেট্টিক টন গম উত্তোলন করা হয়েছে। প্রতি টন উত্তোলনে ১২৫ জন শ্রমিক মজুরি দেখানো হয়েছে।

স্থানীয়রা এক আওয়ামীলীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে দেশের উন্নয়ন করে বিশ্ব দরবারে রোল মডেল হিসাবে বাংলাদেশকে দাঁড় করাচ্ছেন। অথচ একটি বিশেষ সুযোগ সন্ধানী মহল তা ম্লান করে দিতে অপচেষ্টা করছে।

স্থানীয়রা বলেন, বর্তমানে নদীতে মাছ ধরা নিষিদ্ধ। মাঠেও তেমন কাজ নেই। তাই তারা বেকার সময়ই কাটাচ্ছেন। তাদের কাজের খুবই অভাব। কিন্তু আশ্রয়ন প্রকল্প নির্মাণে কাজ করতে পারলে তারা তাদের পরিবার নিয়ে কয়েকটা দিন চলতে পারতো। কিন্তু ড্রেজার ও বেকো দিয়ে মাটি কাটার কারনে তা হচ্ছে না। এ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গরীব ও অসহায়দের জন্য। কিন্তু সেখানে শ্রমিকরাই কাজ করতে পারছে না।

আশ্রয়ন প্রকল্পের বিষয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কাজ শ্রমিক দিয়েই করানো হচ্ছে এবং বরাদ্ধের গম শ্রমিকের পারিশ্রমিক হিসাবেই উত্তোলন করা হচ্ছে। তবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে ও বেকো দিয়ে কেন্দ্র বরাটের ভিডিও দেখানো হলে তিনি বলেন, শুধু প্রয়োজন নির্মাণ করা, যেমন ইচ্ছা তেমন করা যাবে।

প্রকল্প সভাপতি ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন, বিভিন্ন যায়গায় বরাদ্ধ দিতে দিতে যা রয়েছে তা থেকে শ্রমিক দিয়ে কাজ করে পৌসবে না। তাই বাধ্য হয়েই ড্রেজার ও বেকো দিয়েই ভরাট করছি। মাটি ভরাট করতেই নিজের থেকে টাকা লাগবে আবার চারপাশে রিং বাধ ও ঘাস বসানোর টাকা কোথায় পাবো। তবে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও শ্রমিক দিয়ে কাজ না করানো অন্যায় বলে স্বীকার করেন তিনি।

প্রকল্পের অনিয়মের বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু ‘অপরাধ বার্তা’কে বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করা সম্পুন্ন বে-আইনি। আমি অনিয়মের বিষয়টি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে জানতে হবে।

দেখা হয়েছে: 486
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪