|

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের শিল্পমন্ত্রীর সহায়তা প্রধান

প্রকাশিতঃ 2:08 am | December 30, 2017

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের এক লাখ ৯০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে খাসমহল বস্তি এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১৯ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে উল্লেখ করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণসহ সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন শিল্পমন্ত্রী। পরে শিল্পমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরের খাসমহল বস্তিতে অগ্নিকান্ডে ১৯টি বসতঘর মালামালসহ পুড়ে যায়।