উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কমিউনিটি কিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডররা কর্মবিরতি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করছে।
আজ শনিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে মাটিতে সংবাদপত্র বিছিয়ে চাকুরি জাতীয় করণ সহ কয়েক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর (সিএইচসিপি) এসোসিয়েশনের ডাকে তাদের কর্মসূচি পালিত হচ্ছে।

ঈশ্বরগঞ্জে কমিউনিটি হেলাথ কেয়ারের অবস্থান কর্মসূচি
সিএইচসিপির স্থানীয় সভাপতি মো. আহসানুল হক দিদার ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বিজন দেবনাথ, যুগ্ম সম্পাদক আফাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিয়া সুলতানা মিতু, শিউলি আক্তার, আজহারুল ইসলাম, মিজানুর রমান, শারমিন সুলতানা আঁখি প্রমুখ।

ঈশ্বরগঞ্জে কমিউনিটি হেলাথ কেয়ারের অবস্থান কর্মসূচি