অপরাধ, আইন ও আদালত, ঢাকা, বাংলাদেশ, স্পেশাল বার্তা

শরীয়তপুরে সিরিয়াল ধর্ষকের আদালতে স্বীকারোক্তি

ক্রাইম রিপোর্টারঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের প্রতারক আরিফ হাওলাদার একাধীক নারীর ধর্ষণ মামলার একমাত্র আসামী দেড়মাস পর গতকাল গ্রেপ্তার হওয়ার পর আজ আদালতে হাজির করা হলে ফোজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে অপরাধ স্বীকার করে, স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে, আজ দুপুরে শরীয়তপুরের বিচারিক আদালতে।

উল্লখ্য, ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাওলাদার গোপনে ৬ নারীর সাথে কৌশলে শারীরীক সম্পর্ক তৈরী করে।

পরে স্রেক্সুয়াল ভিডিও ধারন ও ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া, এবং ভূক্তভোগীদের ভয় দেখিয়ে তাদের ধর্ষণ টাকা পয়সা হাতিয়ে নিতে থাকে বছরের পর বছর। এক পর্যায়ে গোপন ভিডিও ফাঁস হয়ে গেলে বিভিন্ন গণমাধ্যমের ঘটনাটা প্রকাশ হলে জেলা পুলিশের টনক নড়ে, ১ মাস ১৫দিন পর গতকাল মঙ্গলবার জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রম, চৌকসতার কাছে হার মানে লম্পট আরিফের সমস্ত কৌশল।

আরিফ হাওলাদার অপরাধের সত্যতার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানায় ভেদেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান।

প্রতি মুহূর্তের সংবাদ আপনার ফেইচবুকে পেতে এই লিংকে ক্লিক করুনঃ Aporadh Barta

aporadh barta, oporadh barta, aporadhbarta, oporadhbarta, , oporadh news aporadh, oporadh, aporad barta. Oporad Barta, Oporad, Aporadh, oporadhbarta24, Aporadhbarta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *