|

১৭টি হাটের বিপরীতে মাত্র ১৮টি দরপত্র জমা, তানোরে হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি?

প্রকাশিতঃ ৬:৩৮ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

তানোর-Tanore

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরে উপজেলা পরিষদের আওতাধীন হাট ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্র জানায়, উপজেলার মোট ১৭টি হাট ইজারার বিপরীতে মাত্র ১৮টি দরপত্র জমা পড়েছে।

অথচ কাঙ্খিত দরপত্র জমা ও হাটের আশাব্যঞ্জক দর না উঠার পরেও পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ বা দরপত্র বিক্রি ও জমা দেয়ার সময় বৃদ্ধি না করেই রহস্যজনক কারণে এসব হাট ইজারা দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের অভিমত, দরপত্র বিক্রি ও জমার সময় বৃদ্ধি করা হলে অধিকাংশ হাটের ইজারা মূল্য প্রায় দ্বিগুন বৃদ্ধি হতো।

তাদের অভিমত এর আগে পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপণে এসব হাট ইজারা দেয়ায় অধিকাংশ হাটের মূল্য দেখানো হয়েছে প্রায় অর্ধেক। ফলে সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য এবার হাট ইজারার বিজ্ঞপ্তি পত্র-পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

কিন্তু এর পরেও হাটের ইজারা মূল্য যদি বৃদ্ধি না হয় তাহলে একাধিকবার সময় বাড়ানোর সুযোগ থাকার পরেও কোনো এবং কিসের স্বার্থে স্বল্প সময়ের মধ্যেই হাট ইজারা সম্পন্ন করা হয়েছে। এসব হাটের দর বাড়ছে কি না ? সেটি পরীক্ষার জন্য একবার হলেও তো সময় বাড়িয়ে দেখা যেতো পারতো, আবার আইনগত ভাবে সেই সুযোগও তো ছিল, কিšত্ত কেনো বা কিসের স্বার্থে এতো তড়িঘড়ি সেটি নিয়েও মূখরুচোক নানা গুঞ্জন বইছে।

স্থানীয়রা জানান, তানোর উপজেলা পরিষদের আওতাধীন মোট ১৭টি হাট ইজারার জন্য চলতি বছরের ১৫ জানুয়ারী সোমবার দরপত্র আহবান করা হয় ও ২৯ জানুয়ারী সোমবার সিডিউল বিক্রির শেষ দিন ও ৩০ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৩ টায় দরপত্র খোলার শেষ দিন বলা হয়।

এদিকে কাঙ্খিত মূল্য ও একাধিক দরপত্র জমা না হলে ২৯ জানুয়ারী ১ম এবং সর্বশেষ ১৯ অক্টোবর ১১তম বার দরপত্র বিক্রির বথা বলা হয়েছে। কিšত্ত কাঙ্খিত দর ও পর্যাপ্ত দরপত্র জমা না হলেও রহস্যজনক কারণে দরপত্র বিক্রি ও জমার সময় বৃদ্ধি না করেই হাট ইজারা দেয়ায় সাধারণের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এছাড়াও কাঙ্খিত দর ও পর্যাপ্ত দরপত্র বিক্রি বা জমা না হলে যদি দরপত্র বিক্রি ও জমা দেয়ার সময় বাড়ানো না হয় তাহলে কিসের স্বার্থে সিডিউলে ১১তম বার উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি হাটের ইজারা মূল্য না বাড়ে তাহলে সরকারি অর্থ খরচ করে পত্র-পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে কি লাভ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ২৯ জানুয়ারী সোমবার সিডিউল বিক্রির শেষ দিন সংশ্লিষ্ট বিভাগের কতিপয় কর্মকর্তার নেপথ্যে মদদে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনেই হাট ব্যবসায়ি একটি সিন্ডিকেট পাহারা বশিয়ে কাউকেই সিডিউল কিনতে দেয়া হয়নি নানামূখী ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠিয়েছে। তবে বিনিময়ে তাদের মাথাপিছু আনুঃপাতিক হারে নগদ টাকা দেয়া হয়েছে। যে কারণে অনেকে হাট ইজারার অংগ্রহণের ইচ্ছে প্রকাশ করলেও সিডিউল কিনতে ব্যর্থ হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, দরপত্র কার্য়ক্রমে অনিয়মের কোনো সুযোগ নাই, দরপত্র কম জমা পড়লেও বিগত বছরের তুলনায় যিনি কিছু বেশি মূল্য দিয়েছেন তাকে ইজারা দেয়া হয়েছে। তিনি বলেন, সুনিদ্রিষ্ট অভিযোগ ব্যতিত দরপত্রের সময় বৃদ্ধি বা পুনঃদরপত্র আহবানের কোনো সুযোগ নাই।

দেখা হয়েছে: 427
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪