|

নড়াইলে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশিতঃ ১২:৩৮ পূর্বাহ্ন | জানুয়ারী ১৭, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলের মল্লিকপুর ইউপি’র মাত্র ৭৫ ফুট ব্রিজের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে খলিশাখালি এলাকায় নবগঙ্গা নদীর ওপর একটি বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হন মল্লিকপুর ইউনিয়ন ও পৌরসভার শত শত মানুষ ।

গতকাল বিকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়ন ও নড়াইলের লোহাগড়া পৌরসভার মধ্যে দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী , যা এখন মরা খালে পরিনত হয়েছে। এ খালের এক পাড়ে রয়েছে মল্লিকপুর ইউনিয়নের বাসিন্দা এবং অপর পাড়ে রয়েছে পার-মল্লিকপুরসহ নড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালী ,গোপিনাথপু ও রাজুপুর গ্রাম। নবগঙ্গা খালের পাড়েই রয়েছে, মল্লিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কওমী মাদ্রাসা, ইউনিয়ন স্বাস্থ কেন্দ্র ও মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিদিন শতশত শিক্ষার্থী, ইউনিয়ন ও স্বাস্থ্য কেন্দ্রে আসা লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে নবগঙ্গা খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়। ঝুঁকি পূর্ণ এই সাঁকো দিয়ে স্বাস্থ কেন্দ্রে যেতে সাহস পায়না কোন গর্ভবতী ও প্রসুতি মহিলারা। সাকো পার হয়ে বিদ্যালয়ে যেতে চায়না প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা।

এছাড়া প্রায়ই শিক্ষার্থী ও পথচারিরা সাঁকো থেকে পড়ে আহত হয়েছে। চরমল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না খানম বলেন, সাঁকোর অপর পাড়ে রয়েছে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক ছাত্রছাএী। এখানে একটি ব্রিজ হলে ছাত্র সংখ্যা যেমন বৃদ্ধি পেত, তেমনি টিফিনের সময় বাড়ি থেকে সহজে খেয়ে আসতে পারতো ।

চরমল্লিকপুর কওমি মাদ্রাসার মোহতামিম আবু তালহা জানান, আমার ১৫০ জন ছাত্র অপর পাড়ে লজিং থাকে । তারা সারা বছর জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে আসে। মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তহমিনা খন্দকার বলেন, স্কুলগামী অনেক শিশু ছাত্র বড়দের হাত ধরে পার হওয়ার আসায় সাঁকোর কাছে দাঁড়িয়ে থাকে । তিনি আরো জানান প্রতি বছর বাশেঁর সাঁকোটি, ছাত্র অভিভাবক ও আমরা যারা নিয়মিত যাতায়াত করি তাদের অর্থ দিয়ে নির্মান করা হয় ।

খালের পাড়ে বসবাসকারী খলিশাখালি গ্রামের মোঃ জিল্লুর রহমান জানান, প্রতি বছরই সাঁকো থেকে পড়া অনেক বাচ্চাকে আমরা উদ্ধার করতে হয়। চরমল্লিকপুর গ্রামের মোঃ গোলাম রসুল মোল্লা,প্রভাষক শরীফুল ইসলাম,অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ নিসর আলী সহ অনেকে ক্ষোভের সাথে বলেন, জন প্রতিনিধিরা আমাদের বার বার ব্রীজের প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি ।

মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আমার ইউনিয়নের অনেক বসতি ও বিভিন্ন প্রতিষ্ঠান নবগঙ্গা নদীর উভয় পাড়ে অবস্থিত। ফলে একটি ব্রিজের অভাবে সাধারণ মানুষের জন্য স্বাস্থ সেবা, শিক্ষা এবং আইন শৃংখলা বজায় রাখা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে পড়েছে । যত দ্রত সম্ভব খলিশাখালি মল্লিকপুর এলাকায় একটি ব্রিজ নির্মাণের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দেখা হয়েছে: 913
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪