আরিফ আহমেদ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের খবর পত্রিকার সম্পাদক প্রকৌশলী আলহাজ্ব মকবুল হোসেন বকুল (৫০) মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত নয়টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তার মৃত্যুতে ময়মনসিংহের সাংবাদিক সমাজসহ সর্ব মহলে গভীর শোকের ছায়া বিরাজ করছে। মকবুল হোসেন বকুলের গ্রামের বাড়ী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে।
জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। অতি সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা নেয়ার পথে রাত নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ বুধবার বেলা ১১টায় নিজ খোদাবক্সপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাযার নামাজ বাদ আসর ময়মনসিংহ শহরের মাসকান্দা পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে। পরে মাসকান্দা এলাকায় তার পিতার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, মকবুল হোসেন বকুল গৌরীপুর উপজেলা বিএনপি’র (একাংশের) আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের সাবেক ভি.পি ছিলেন। এছাড়াও তিনি ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সদস্য ও নাসিরাবাদ প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী ছিলেন।
তার অকাল মৃত্যুতে গৌরীপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।