fbpx

|

গৃহবধূ ধর্ষণের অভিযোগে দরবার শরিফের পীর আটক

প্রকাশিতঃ ৩:০৪ পূর্বাহ্ন | জানুয়ারী ২৬, ২০১৮

অনলাইন বার্তাঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে এক দরবার শরিফের পীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গৃহবধূ। বৃহস্পতিবার ওই পীরকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে বুধবার ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পীর আবু বকর সিদ্দিক আতিক উল্যা (৫৭) সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সুবিদপুর দরবার শরিফের পীর। সুবিদপুর দরবার শরিফের দুই পীর ভাইয়ের মধ্যে আটক আবু বকর সিদ্দিক আতিক উল্ল্যা বড়।

থানায় মামলা সূত্রে জানা যায়, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সুবিদপুর দরবার শরিফের পীর আবু বকর সিদ্দিক আতিক উল্যার ঘরে একই বাড়ির কিশোরী (১৭) ঝিয়ের কাজ করত।

ওই মেয়েটিকে কথিত পীর ধর্ষণ করার ২ মাস পরে বড়গাঁও গ্রামে বিয়ে হয়। বিয়ের ৭ মাসের মাথায় তার ছেলে সন্তান জন্ম নিলে সন্তানের বাবা কে, এ নিয়ে প্রশ্ন ওঠে।

স্থানীয়ভাবে কয়েক মাস ধরে এ নিয়ে ব্যাপক আলোচনা ও গোপন সালিশি হয়। কিন্তু কোনো কূলকিনারা হয়নি। এর মধ্যে শিশুটির বয়স ৭ মাস হয়। একপর্যায়ে মেয়েটি বাধ্য হয়ে ফরিদগঞ্জ থানায় বুধবার ধর্ষণের অভিযোগ করে মামলা দায়ের করেন।

এদিকে আটককৃত পীর আবু বকর সিদ্দিক আতিক উল্ল্যা জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। হয়রানি করার জন্য এই মামলা করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, মামলার পরে ওই পীরকে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত চলছে।

সুত্র ক্রাইম ভিশন

দেখা হয়েছে: 467
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪