|

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অন্তঃসত্বা প্রেমিকার অনশন

প্রকাশিতঃ ৫:৫০ অপরাহ্ন | জানুয়ারী ১২, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের জহুরুলের বাড়ীতে জহুরুলের ছেলে লিয়নের সাথে বিয়ে দাবী নিয়ে প্রেমিকা অন্তঃসত্বা কিশোরী ১১ জানুয়ারী সকাল হতে অনশন করছে। প্রেমিক লিয়ন পলাতক থাকায় উভয় পরিবার বিপাকে পড়েছে।

কিশোরী জানান, দীর্ঘদিন থেকে লিয়নের সাথে প্রেম চলছিলো প্রায় ৪ মাস আগে লিয়নের সাথে শাররিক সম্পর্ক ঘটার ঘটনায় সে আন্তসত্বা হয়ে পড়ে। পরিবারে পক্ষ হতে ডাক্তারের নিকট পরীক্ষার পর অন্তসত্বার বিষয়ে নিশ্চিত হয়ে বিয়ের দাবী নিয়ে লিয়নের বাড়ীতে আসায় তার পরিবারের লোকজন আমাকে গালাগালিকরা সহ শাররিক নির্যাতন করে। সে আরো জানায়, লিয়ন বাড়ীতে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো।

প্রেমিক লিয়নের মা জোৎন্সা বেগম জানান, আমার ছেলে লিয়ন গত কয়েক মাস হলো বাড়ীতে নাই। এ ঘটনার সাথে আমার ছেলে লিয়ন জড়িত নয়। মেয়েটি মিথ্যা বলছে সে আমার ছেলেকে ও আমার পরিবার কে ফাসাতে চাচ্ছে । তবু ঘটনা যদি সত্যি হয় আমার ছেলের সাথে কথা বলে বিষয়টি পারিবারিক ভাবে আপোষ করবো।

প্রেমিক লিয়নের বাবা জহুরুল ইসলাম জানান,আমার ছেলে লিয়ন যদি এ ঘটনায় জড়িত থাকে তবে আমি তার দুজনের বিয়ে দিয়ে আমার বাড়ী হতে বার করে দিবো। মেয়েটিকে আমরা কেউ মারধর করি নাই। বিষয়টি আমারা পারিবারিকভাবে আপোষ মিমাংসা করবো।

প্রেমিক লিয়নের বাড়ীতে অনশনরত কিশোরীর দাদী জানান,এ সম্পর্কে কথা এলাকার সকলের জানা লিয়নের পরিবারেও জানা। লিয়নের বাবা ও মা বিষয়টি নিয়ে তালবাহানা করছে আপোষ করার কথা বলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। আমার ছেলে ও ছেলের বউ বাড়ীতে থাকে না তারা সবাই চট্রগ্রামে চাকরী করে। আমি আমার নাতনী বাড়ীতে থাকি। এ সুযোগে লম্পট লিয়ন আমার নাতনী সাথে শাররিক সম্পর্ক করে তার সাথে প্রতারণা করার চেষ্টা করছে। সমাজের সকলের কাছে আমি এর সুষ্টু বিচার দাবী করছি।

এবিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল সাংবাদিকদের জানায় বিষয়টি শুনেছি উভয় পরিবারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান,ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দেখা হয়েছে: 565
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪