|

আগৈলঝাড়ায় সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের মতবিনিময়

প্রকাশিতঃ ১১:৫৭ পূর্বাহ্ন | ডিসেম্বর ২৫, ২০১৭

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি (সিনেট) নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ সদস্যর ঘোষিত প্যানেল প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাকবাংলো সভাকক্ষে ঢাবি’র সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কালীদাস ভক্ত’র সভাপতিত্বে প্যানেল প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. ফরিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে সভায় প্যানেল প্রার্থীদের পরিচিতি প্রদান করেন।

বাঙালী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লক্ষে ঢাবি শিক্ষকদের নীল দল কর্তৃক সমর্থিত ২৫ সদস্যের প্যানেলকে বিজয়ী করতে বক্তারা আগামী ৬ জানুয়ারি আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দেয়ার আহ্বাণ জানান ।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মন্ডল, বরিশাল জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, বিএম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক, প্রভাষক মন্মথ ভক্ত, প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, শিক্ষক দীনেশ চন্দ্র হালদার ও প্যানেল প্রার্থী অধ্যাপক আব্দুল বারী, একেএম সাহাবুদ্দিন খাজা।

উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ২৫৯ জন।

দেখা হয়েছে: 670
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪